ব্রাহ্মণবাড়িয়ায় ব্লক-বাটিক বিষয়ে হিজড়া জনগোষ্ঠির ১২ দিনব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। রবিবার সকালে জেলা সমাজসেবা কার্যালয়ে বøক-বাটিক বিষয়ে ১২ দিন ব্যাপী এই প্রশিক্ষনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন।

এ সময় তিনি বলেন, দক্ষতা অর্জনে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের আত্মকর্মশীল গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার হিজড়া সম্প্রদায়ের মানুষকে দক্ষ জনগোষ্ঠী হিসেবে পরিণত করে তাদের সমাজের মূল
ধারায় ফিরিয়ে আনতে আন্তরিকাত সাথে কাজ করে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো: শাহিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ভিকারুন্নেছা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমূখ। কর্মশালায় ৩০ জন হিজড়া অংশ নিচ্ছেন। পরে ৯৯টি স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে ২১ লাখ ৬৭ হাজার টাকা অনুদানের চেক বিতরন করা হয়।

আরো দেখুনঃ