ব্রিজের মাঝখানে গর্ত, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

নজরুল ইসলাম শুভ, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ)।।

নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলার সনমান্দী অলিপুরা সড়কের পশ্চিম সনমান্দী এলাকায় অবস্থিত ব্রিজটির মাঝখানে ভেঙে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এতে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন৷

২০ থেকে ৩০ টি গ্রামের কয়েক হাজার লোকজনের উপজেলার সাথে যোগাযোগের প্রধান সড়ক এটি৷ সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো আটোরিকশা, সিএনজি, চলাচল করে৷

সরেজমিন দেখা যায়, ব্রিজটির দুই পাশের রেলিং ভেঙে গেছে এবং ব্রিজের মাঝখানে পলেস্তরা খসে পড়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে৷ কিছুদিন পূর্বে গর্তটি মেরামত করা হলেও আবার ভেঙে গেছে৷ যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা৷

পশ্চিম সনমান্দীর ফয়সাল আহম্মেদ বলেন, বিএনপি’র সাবেক মন্ত্রী রেজাউল করিম ১৯৯১ সালে ব্রিজটি নির্মাণ করেন। ব্রিজটি দীর্ঘ দিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে৷ এ ব্রিজটি দিয়ে ভারী যানবাহন চলাচল করে৷ যানবাহন পড়ে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে৷ ব্রিজটি ভেঙে দ্রুত নতুন ব্রিজ করা প্রয়োজন ৷

সনমান্দী গ্রারামের সিএনজি চালক আমানউল্লাহ জানান, ব্রিজে গর্ত বা রেলিং না থাকার কারণে যাত্রী নিয়ে ব্রিজ থেকে পড়ে যাই, যাত্রী ও আমি পায়ে আঘাত পাই দীর্ঘদিন চিকিৎসার পরে এখন একটু সুস্থ হয়েছি। ব্রিজটি ভেঙে দ্রুত নতুন ব্রিজ করা প্রয়োজন ৷

উপজেলা প্রকৌশলী আরজুরুল হক জানান, সরেজমিনে দেখে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে৷

আরো দেখুনঃ