বাগেরহাটের মোল্লাহাটে সয়াবিন তেল মজুদের অভিযোগে ভ্রাম্যমান আদালতে জরিমানা

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের মোল্লাহাটে সোমবার বিকালে (৯ মে) উপজেলাধীন গাওলা ইউনিয়নের চাঁদেরহাট বাজারে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মুদি ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল মোল্লাহাট থানা পুলিশের একটি দল নিয়ে উক্ত বাজারের মুদি দোকানী কামাল মোল্লার বাড়িতে অভিযান পরিচালনা করেন।

এ সময় তার খাটের নিচে লুকানো ৪শত ৬০ লিটার সয়াবিন তেল মজুদ পাওয়া যায়। তিনি তখন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কৃষি বিপণন আইন ২০১৮ এর ৬ ধারা লংঘনের দায়ে উক্ত ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমান অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং ভবিষ্যতে এধরনের মজুদ না করার জন্য মৌখিকভাবে সতর্ক করে দেন।

আরো দেখুনঃ