ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে প্রভাব পড়েনি পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে।। নেপালে গেলো ১৪৭ মেট্রিক টন আলু
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি:

ভারতের ভূখন্ড ব্যবহার করে তৃতীয় দেশের সাথে বাংলাদেশের পন্য রপ্তানির সুবিধা ট্রান্সশিপমেন্ট বাতিলে কোন প্রভাব পড়েনি দেশের একমাত্র সড়ক পথের চতুর্দেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটান) স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধায়।
অন্য দিনের মত বৃহস্পতিবারও (১০ এপ্রিল) এ বন্দর দিয়ে স্বাভাবিক বিভিন্ন পন্য আমদানি রপ্তানি করা হয়। আর এর মাঝে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বন্দরটি দিয়ে ১৪৭ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ ও স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন।
বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার নেপাল ও ভুটান থেকে দুপুর পর্যন্ত ২৪টি ট্রাকে এসেছে বোল্ডার পাথর, সুগার মোলাসিস, অর্গানিক রংসহ অন্যান্য পন্য। এদিন বাংলাদেশ থেকে রপ্তানির জন্য ২৩টি ট্রাক বন্দরে প্রবেশ করে। এর মধ্যে নেপালে গেছে ২১টি পন্যবাহী ট্রাক।
বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন বলেন, বৃহস্পতিবারও এ বন্দর দিয়ে নেপালে গেছে ১৪৭ মেট্রিক টন আলু। এ নিয়ে জানুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত এ বন্দর দিয়ে নেপালে গেছে ৩ হাজার ৪০২ মেট্রিক টন আলু।