ভূমিহীনমুক্ত নীলফামারীর ডিমলা উপজেলা
সুভাষ বিশ্বাস, নীলফামারী।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জমি ও গৃহ পেলেন উপজেলার অবশিষ্ট ২৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ৩য় পর্যায়ে ২৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী নীলফামারী জেলার তিস্তা নদী ভাঙ্গন প্রবন এলাকা ডিমলা উপজেলাকে প্রথম ভূমিহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে উপজেলার বালাপাড়া ইউনিয়নের রুপাহারা গ্রামে ২৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদানের উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, এ সময় নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, ভূমি কর্মকর্তা ইবনুল আবেদিন, উপজেল ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, ডিমলা থানার ওসি লাইছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান মানিক, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার উপস্থিত ছিলেন।