ভেড়ামারায় প্রকাশে অস্ত্রের মহড়া \ অস্ত্র ও গুলিসহ আটক-২

কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার ভেড়ামারা শহরে সোমবার দুপুরে প্রকাশে অস্ত্রের মহড়া। জনতা ধাওয়া করে অস্ত্র ও গুলিসহ ২জনকে আটক করে পুলিশের নিকট সোর্পদ করেছে। এ ব্যাপারে ভেড়ামারা থানায় একটি অস্ত্র মামলার প্রস্তুতি চলছে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ভেড়ামারা শহরের শাপলা চত্ত¡র এলাকায় চাঁদাবাজি করার সময় চাঁদগ্রামের ভুলু মন্ডলের ছেলে রমি (১৮) ও একই এলাকার ফজলুর রহমানের ছেলে শহিদ হাসান সুমন (২০) কে আটক করে পুলিশে সোর্পদ করে জনতা। এসময় তাদের কাছে ১টি দেশীয় অস্ত্র, ৩ রাউন্ড গুলি ও ১টা ম্যাগজিন উদ্ধার করা হয়। এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জহির জানান, দেশী অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ ২জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ