ভেড়ামারায় ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন

কুষ্টিয়া প্রতিনিধি।।

বৃহস্পতিবার ১১ই নভেম্বর’২১ দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সারা দেশের ন্যায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়নে ছোট-খাটো সংঘর্ষের মধ্যে দিয়ে শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহন সপন্ন হয়েছে। ৬টি ইউনিয়নে ২৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগের ৩ জন, জাসদের ১ জন ও স্বতন্ত্র¿ ২জন চেয়ারম্যান বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের বর্তমার চেয়ারম্যান ও চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সভাপতি, দলীয় (মশাল মার্কা) প্রার্থী আব্দুল হাফিজ তপন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের বর্তমার চেয়ারম্যান ও চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সভাপতি, দলীয় (মশাল মার্কা) প্রার্থী আব্দুল হাফিজ তপনের প্রাপ্ত ৬০৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের দলীয় (নৌকা মার্কা) প্রার্থী অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল কবির প্রাপ্ত ভোট ২৮৯০। চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক চেয়ারম্যান, স্বতন্ত্র (আনারস মার্কা) প্রার্থী জানবার হোসেন প্রাপ্ত ভোট ২৩৮৫।

ভেড়ামারার জুনিয়াদহ ইউপি নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক, স্বতন্ত্র (আনারস মার্কা) প্রার্থী হাসানুজ্জামান হাসান বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভেড়ামারার জুনিয়াদহ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক, স্বতন্ত্র (আনারস মার্কা) প্রার্থী হাসানুজ্জামান হাসানের প্রাপ্ত ৯৬৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আওয়ামী লীগের দলীয় (নৌকা মার্কা) প্রার্থী, বর্তমান চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ শওকত এর প্রাপ্ত ভোট ৬২৭৯ । জাসদের অন্যতম নেতা দলীয় (মশাল মার্কা) প্রার্থী শাহজাহান আলী প্রাপ্ত ভোট ৪৯৮৪।

ভেড়ামারার ধরমপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও ধরমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি, স্বতন্ত্র (আনারস মার্কা) প্রার্থী সামছুল হকের বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভেড়ামারার ধরমপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও ধরমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি, স্বতন্ত্র (আনারস মার্কা) প্রার্থী সামছুল হকের প্রাপ্ত ৮৯৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আওয়ামী লীগের দলীয় (নৌকা মার্কা) প্রার্থী বর্তমান চেয়ারম্যান, অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুল আলম লালু’র প্রাপ্ত ভোট ৮৪২৫। ধরমপুর ইউনিয়ন জাসদের সভাপতি দলীয় (মশাল মার্কা) প্রার্থী আইয়ুব আলী’র প্রাপ্ত ভোট ৫১৩৮ ।

ভেড়ামারার বাহিরচর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় (নৌকা মার্কা) প্রার্থী, বর্তমান চেয়ারম্যান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা বেগম বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভেড়ামারার বাহিরচর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় (নৌকা মার্কা) প্রার্থী, বর্তমান চেয়ারম্যান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা বেগমের প্রাপ্ত ৮১৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব জাসদের সাধারন সম্পাদক দলীয় (মশাল মার্কা) প্রার্থী আবু হাসান আবু’র প্রাপ্ত ভোট ৫৮৬১। চেয়ারম্যান প্রার্থী, বাহিরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, স্বতন্ত্র (আনারস মার্কা) প্রার্থী সাইফুল ইসলাম রোকন প্রাপ্ত ভোট ১৯৪৭।

ভেড়ামারার বাহাদুরপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় (নৌকা মার্কা) প্রার্থী, সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি সোহেল রানা পবন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভেড়ামারার বাহাদুরপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় (নৌকা মার্কা) প্রার্থী, সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি সোহেল রানা পবনের প্রাপ্ত ১১৩৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব বাহাদুরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বাহাদুরপুর ইউনিয়ন জাসদের সভাপতি, দলীয় (মশাল মার্কা) প্রার্থী আশিকুর রহমান ছবি প্রাপ্ত ভোট ৩১৩০।

মোকারিমপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় (নৌকা মার্কা) প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় (নৌকা মার্কা) প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদের প্রাপ্ত ৭৭৫৮ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা, স্বতন্ত্র (আনারস মার্কা) প্রার্থী এ্যাডঃ বুলবুল আবু সাইদ শামীমের প্রাপ্ত ভোট ৭৩৬৪। চেয়ারম্যান প্রার্থী, সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন জাসদের সহ-সভাপতি দলীয় (মশাল মার্কা) প্রার্থী বেনজির আহমেদ বেনু’র প্রাপ্ত ভোট ৬৭৪৫।

আরো দেখুনঃ