মারা গেলেন কথাসাহিত্যিক বশীর আল হেলাল
অনলাইন ডেস্ক।।
বাংলা একাডেমির সাবেক পরিচালক, কথাসাহিত্যিক ও গবেষক বশীর আল হেলাল আর নেই। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা।
বিকেল ৫টায় শ্রদ্ধা নিবেদনের জন্য বশীর আল হেলালের মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গণে নেওয়া হবে। এখানে তার জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে বশীর আল হেলালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা।
শোকবার্তায় তিনি বলেন, বশীর আল হেলাল ছিলেম বাংলা একাডেমি পরিবারের একান্ত আপনজন। তাকে হারিয়ে আমরা শোকস্তব্ধ। বাংলা একাডেমি বশীর আল হেলালের প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করছি আন্তরিক সমবেদনা।
সাইফ/অননিউজ টুয়েন্টিফোর