মুজিববর্ষ উপলক্ষ্যে হাকিমপুর থানায় নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেস্কের উদ্বোধন
হিলি প্রতিনিধি
মুজিববর্ষ উপলক্ষ্যে সারাদেশের প্রতিটি থানার ন্যায় দিনাজপুরের হাকিমপুর থানায় স্থাপিত নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেস্কের উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুর পৌনে ১২টায় অনলাইনের মাধ্যমে যুক্ত থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এতে প্রজেক্টরের মাধ্যমে বড়পর্দায় সংযুক্ত হয়ে হাকিমপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে হিলির খট্টামাধবপাড়াতে গৃহহীন পরিবারের জন্য পুলিশের পক্ষ থেকে নির্মিত গৃহ উপকার ভোগীর মাঝে হস্তান্তর করা হয়।এসময় সেখানে হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার, ওসি (তদন্ত) শরিফুল ইসলামসহ অন্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধিদের দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে পৃথক এই সার্ভিস ডেস্কের উদ্বোধন করা হলো। এতে করে এখন থেকে এই ডেস্কের মাধ্যমে থানায় আসা নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধিদের যেকোন সমস্যার বিষয়ে সেবা প্রদান করা হবে।