মুরাদনগরে ইউপি নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে ইউপি নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। রোববার দুপুরে উপজেলা পরিষদ মাঠে ওই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি বলেন, পুলিশ সুপার ফারুক আহমেদ ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার। সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন, জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসান রাসেল, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা, মুরাদনগর থানার ওসি আবুল হাসিম, বাঙ্গরা বাজার থানার ওসি কামুরুজ্জামান তালুকদার, রিটার্নিং কর্মকর্তা মাসুদ আহমদ সিকদার, কামরুল হাসান, জাহিদ হোসেন, ফারুক হোসেন, আজহারুল ইসলাম, আলতাফ হোসেন চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সাধারণ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি সোমবার মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের মধ্যে ২১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন একযোগে অনুষ্ঠিত হবে। মৌজা সংক্রান্ত জটিলতায় মুরাদনগর সদর ইউপি নির্বাচন বন্ধ রয়েছে।

আরো দেখুনঃ