মুরাদনগরে গৃহবধূ শিল্পী হত্যার মূলহোতা আটক

আজিজুল হক, মুরাদনগর (কুমিল্লা)

কুমিল্লার মুরাদনগরে শিল্পী আক্তার (২১) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার দায়ে স্বামী গিয়াস উদ্দিনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে সিলেট কদমতলী রেলষ্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গিয়াস উদ্দিন(২৮) উপজেলা সদর ইউনিয়নের মধ্যনগর গ্রামের মালু মিয়ার ছেলে।

উল্লেখ্য গত ২৯ এপ্রিল সকালে কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন গিয়াস উদ্দিনের নিজ গৃহে তার স্ত্রী শিল্পী আক্তারকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পর থেকে আসামি গিয়াস উদ্দিন পলাতক ছিল। নিহত শিল্পী আক্তার উপজেলার টনকি গ্রামের রুক্কু মিয়ার মেয়ে।

তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সিলেটের কদমতলী রেলস্টেশন থেকে তাকে আটক করি।

নিহতের মা সুরাইয়া বেগম (৫৭) কান্নাজড়িত কণ্ঠে বলেন, গত দশ মাস আগে পারিবারিক ভাবে গিয়াস উদ্দিনের সাথে আমার মেয়ে শিল্পীর বিয়ে হয় এবং সে চার মাসের গর্ভবতী। বিয়ের পর মেয়েকে প্রায় সময় বিভিন্ন অজুহাতে মারধর করতো গিয়াস। কিন্তু মূল বিষয় ছিল বাপের বাড়ি থেকে তাকে টাকা এনে দেয়া। আমি যদি জানতাম এই ডাকাত আমার মেয়েকে গলা কেটে হত্যা করবে তাহলে আমার কলিজার টুকরাকে তার সংসারে দিতাম না।

আরো দেখুনঃ