মুরাদনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

মো. সাজ্জাদ হোসেন, মুরাদনগর

‘মানসম্মত প্রাথমিক শিক্ষা-স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে নানান কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্যাপিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দীন ভুঞা জনীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হুদা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আখতার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সায়মা সাবরিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুনুর রশীদ, শিক্ষক সমিতির কেন্দ্রিয় সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রেবেকা সুলতানা।

বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিনের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, প্রশিক্ষণ ও গবেষনা সম্পাদক সাজ্জাদ হোসেন, সহকারী পোগ্রামার রাফিদুল খান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরী, জয়নাল আবেদীন ও সেলিমঙ্গীর হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে প্রাথমিক শিক্ষক শিল্পী গোষ্ঠির শিল্পীরা মনমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানস্থল মাতিয়ে তোলেন।

আরো দেখুনঃ