মুরাদনগরে সরিষা প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা

মুরাদনগর প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুম তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় স্থাপিত সরিষা প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার মোচাগড়া কৃষি মাঠে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সরিষা বোরো, বোনা আমন, ফসলের জাত বারি সরিষা-১৪ উৎপাদনকারী কৃষক কৃষানীরা অংশ নেয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আক্তারুজ্জামান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পাভেল খান পাপ্পুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ আল মামুন রাসেল।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাম মিয়া। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক আবুল কালাম আজাদ, সাজ্জাদ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এখলাছুর রহমান ও সীমা আক্তার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, সাবেক ইউপি সদস্য হারুনুর রশিদ।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ