মুরাদনগরে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মামলা

মো.সাজ্জাদ হোসেন,মুরাদনগর
কুমিল্লার মুরাদনগরে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সোমবার কুমিল্লার দ্রুত বিচার আদালতে মামলা হয়েছে। বিজ্ঞ বিচারক মোহাম্মদ আব্বাস উদ্দিন মামলাটি আমলে নিয়ে এফআইআর করার জন্য ওসি মুরাদনগরকে নির্দেশ দেন। একইসাথে তদন্ত করার জন্য পিবিআইকে দায়িত্ব দেন। মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় মাহবুব আলম আরিফসহ ১২জনকে অভিযুক্ত করা হয়েছে। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট এসটি আহম্মেদ ফয়সাল।

উল্লেখ্য, গত শুক্রবার বিকালে মুরাদনগর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে কর্মরত সাংবাদিক শামীম আহম্মেদ ও এম ফয়জুল ইসলামের উপর হামলা চালায় সন্ত্রাসী মাহবুব আলম আরিফ ও তার বাহিনী। ঘটনাটি প্রকাশ্য দিবালকে হওয়ায় এলাকায় ভীতিকর পরিবেশ তৈরি হয়। হামলাকারীরা প্রেসক্লাবের কম্পিউটার ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১লক্ষ ২০হাজার টাকার ক্ষতি সাধন করে। এসময় তারা নগদ টাকা,২টি ক্যামেরা, ২টি ল্যাপটপ , একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। সহকর্মীদের দেখতে যাওয়ার অপরাধে মুরাদনগর হাসপাতালের জরুরী বিভাগে প্রেসক্লাবের সাবেক সভাপতি, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান ফাউন্ডেশনের সভাপতি প্রভাষক আজিজুর রহমান রনির উপর আবারো হামলা করে সন্ত্রাসীরা। এসময় কর্তব্যরত ডাক্তার কর্মচারী ও রোগীরা দিগবিদিক ছুটাছুটির ঘটনা ঘটে। হামলায় আহতরা সকলেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এসকেডি/অননিউজ

আরো দেখুনঃ