মেঘনা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি।।

দীর্ঘ ১০ বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত মেঘনা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মো.শফিকুল আলমকে সভাপতি ও সাইফুল্লা মিয়া রতন সিকদারকে সাধারণ সম্পাদক ঘোষনা করেন।

২৩ শে জুলাই শনিবার সকাল দশটায় মেঘনা উপজেলা পরিষদ মাঠে মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শফিকুল আলমের সভাপতিত্বে উক্ত ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি,সম্মেলন উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মু রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ১ আসনের এমপি মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভূইয়া, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহামুদ স্বপন.এমপি,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রোশন আলী মাস্টার,আরো বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাক্তার আব্দুল মান্নান জয়, শেখ আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন শিশির,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ পারভেজ হোসেন সরকার ওশ্রম বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খন্দকার।

মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদার এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব লিল মিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিকদার, হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক এ কে এম সিদ্দিকুর রহমান আবুল,হোমনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম, তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভূইয়া ও সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল সিকদার প্রমূখ।

পরে দ্বিতীয় অধিবেশনে সকল কাউন্সিলরের সর্ব সম্মতিক্রমে মো.শফিকুল আলমকে সভাপতি ও সাইফুল্লাহ মিয়া রতন সিকদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মু. রুহুল আমিন। এসময় মেঘনার সকল নেতাকর্মীদেরকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।

আরো দেখুনঃ