মোল্লাহাটে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

মোল্লাহাটে সোমবার (২৮নভেম্বর) সকালে, উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস-২০২২ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সভার সদস্যগন ব্যাপক আলোচনা ও মতামত ব্যক্ত করেন। এরপর উপজেলা আইন শৃঙ্খলা, বাল্য বিবাহ প্রতিরোধ ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সকল সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, ওসি তদন্ত মোঃ মতিয়ার রহমান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, ফায়ার সার্ভিস এর সহকারী অফিসার মোঃ কামরুল ইসলাম, অধ্যক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, মনোরঞ্জন পাল, সিকদার উজির আলী, মিজানুর রহমান মোল্লা, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম ও মোঃ মনিরুজ্জামান মিয়া, প্রধান শিক্ষক ফরিদ আহম্মেদ, উম্মে হামিমা, মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহম্মেদ পিকিং, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সাংবাদিক এম এম জাকির হোসেনসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।

আরো দেখুনঃ