মোল্লাহাটে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত
বগেরহাট প্রতিনিধি।।
মোল্লাহাটে শনিবার(১৬ ডিসেম্বর)) যথাযথ মর্যাদায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপনে সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করেছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনী, বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মহিলা ও শিশুদের ক্রীডা অনুষ্ঠান, চিত্রাংকন, আলোচনা সভা, আলোক সজ্জা, সাংস্বৃতিক অনুষ্ঠান ও ব্যামিন্টন টুর্ণামেন্ট।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম। অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন ওসি এস এম আশরাফুল আলম, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আশাদুজ্জামান শুভ, জেলা পরিষদ সদস্য এস এম অলিউজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার(সাবেক) মোস্তাফিজুর রহমান বিশ্বাস, কে আর কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, মনোরঞ্জন পাল, শিকদার উজির আলী, মোঃ মিজানুর রহমান মোল্লা, শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিকদার আতিকুর রহমান, নির্বাচন কর্মকর্তা ইশহাক, পিআইও মোঃ মফিজুর রহমান, সমবায় কর্মকর্তা মোরশেক আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ ও উম্মে হামিমা, মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহম্মেদ পিকিংসহ বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন ও শারমীন সুলতানা।
এফআর/অননিউজ