মোল্লাহাটে সোনালী ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন পাঠাগারে বই বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে সোনালী ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে বিভিন্ন পাঠাগারে বই বিতরণ করা হয়েছে। আজ বুধবার(২১ সেপ্টেম্বর) সকালে, উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) শেখ আল মামুন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা ও রুবিয়া বেগম, সোনালী ব্যাংক মোল্লাহাট শাখার ব্যবস্থাপক মোঃ জিয়াউল হক, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, অধ্যক্ষ এল জাকির হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহম্মেদ ও উম্মে হামিমা, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, প্রেসক্লাবের সম্পাদক মোহাম্মাদ আলী মোহনসহ উপজেলাধীন সকল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ। জানাগেছে, উপজেলা প্রশাসনের আলেকিত ও মানবিক মোল্লাহাট বিনির্মান কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা ও শিক্ষার্থীদের শ্রেণী শিক্ষার পাশাপাশি জ্ঞানের পরিধি বৃদ্ধির লক্ষ্যে এ উপজেলার ৬টি মহাবিদ্যালয়, ২৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৫টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরী ও ২টি সাধারন লাইব্রেরীতে সোনালী ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে এ বই বিতরণ করা হয়।

আরো দেখুনঃ