ময়মনসিংহে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি।।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার প্রতারণার মাধ্যমে ক্ষমতায় টিকে আছে। নির্বাচনের আগে বলেছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে, কিন্তু এখন ৬০ টাকার নিচে চাল নেই। সয়াবিন ২০০ টাকা কেজি। মানুষের মধ্যে হাহাকার শুরু হয়েছে।

তিনি বলেন এখনো সময় আছে চাল ডাল তেলের দাম কমাও, গ্যাস বিদ্যুত পানির দাম কমান এবং জনগণের প্রতি শ্রদ্ধা রেখে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্থান্তর করে পদতাগ করুন।

সোমবার (২৮ ফেব্রæয়ারী) দুপুরে ময়মনসিংহ নগরীর বিএনপি কার্যালয়ের সামনে বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে এবং টিসিবির মাধ্যমে স্বল্পম‚ল্যে সর্বত্র পণ্য সরবরাহের দাবিতে মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল আরো বলেন, নির্বাচন কমিশন যেই হোক, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। গণতন্ত্রের জন্যই দেশের মানুষ নিরপেক্ষ নির্বাচন চায়। বিএনপির ৬০০ নেতাকর্মীকে সরকার গুম করেছে। হাজারো মানুষ হত্যা করেছে। ৩৫ লাখ নেতাকর্মীর নামে মামলা দিয়েছে। এর জন্য জবাব দিতে হবে।

বিএনপি’র সমাবেশকে ঘিরে নানান গুঞ্জণ থাকলেও শেষাবধি শান্তিপূর্ণ ভাবেই সমাবেশ শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম।

বক্তব্য রাখেন বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন, শরীফুল আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

আরো দেখুনঃ