ময়মনসিংহে বিনাধান-১৭ মাঠ দিবস অনুষ্ঠিত

ময়মনসিংহ সংবাদদাতা

ময়মনসিংহ অঞ্চলে চলতি আমন মৌসুমে স্থানীয় জাতের চেয়ে দেড় মাস আগে কর্তন করে বিনাধান-১৭ এর বাম্পার ফলন পাওয়া গেছে বলে জানিয়েছেন বিনাধান-১৭ জাতের উদ্ভাবক ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। শরিবার (৯অক্টোবর) সকালে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার গজিয়াপাড়ায় বিনা উদ্ভাবিত স্বল্প জীবনকালীন উন্নত ধানের জাত বিনাধান-১৭ কর্তন শেষে চাষিদের মধ্যে প্রচার ও স¤প্রসারণের লক্ষ্যে অনুষ্ঠিত মাঠ দিবসে তিনি একথা জানান।

এসময় তিনি আরো বলেন, ‘বিনাধান-১৭ আউশ, আমন ও বোরো তিন মৌসুমেই চাষ করা যায়। এই ধান চাষাবাদে ইউরিয়া সার, পানি ও কীটনাশক কম লাগে। এটি পরিবেশবান্ধব ধান। এই ধানের রোগবালাই একবারেই কম, খরা সহিষ্ণু ও উচ্চফলনশীল। প্রতিটি শীষে ২৫০ থেকে সাড়ে ৩০০টি ঘন দানা থাকে। লবণাক্ত এলাকা ছাড়া দেশের ময়মনসিংহ অঞ্চল, উত্তরাঞ্চলের বৃহত্তর রংপুর, দিনাজপুর, বগুড়া, অঞ্চলে জাতটির অধিক ফলন পাওয়া যায়। মাঠ দিবস অনুষ্ঠানে বিনার ফলিত গবেষণা ও সমপ্রসারণ বিভাগের প্রধান ড.মন্জরুল হক মন্ডল, কৃষিবিদ আব্দুল আজিজ দুদু ও কৃষক আনোয়ার হোসেনসহ অর্ধশত চাষি উপস্থিত ছিলেন।

সাইফুল ইসলাম সুমন,অননিউজ24।।

আরো দেখুনঃ