ময়মনসিংহে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতার জন্মবার্ষিকী পালিত

ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, জাতীয় শিশু দিবস ও মুক্তির উৎসব সুবর্ণ জয়ন্তী মেলা।

দিবসটি উপলক্ষে সকালে সার্কিট হাউজ মাঠে বঙ্গবন্ধু ম্যুরালে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধ্যা জানান সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। পরে বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে পতাকাবাহী একটি ট্রাক র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

এ ছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা সমাবেশ, সুবর্ণজয়ন্তী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরো দেখুনঃ