লাকসামে লাইসেন্সবিহীন মা-মনি লাইফ কেয়ার হাসপাতাল ঝমজমাট অপারেশন বাণিজ্য

কুমিল্লা জেলার লাকসামে সরকারী অনুমোদন ছাড়াই চলছে মা-মনি লাইফ কেয়ার হাসপাতাল। লাকসামে সরকারি তালিকাভূক্ত ২৭টি বেসরকারি হাসপাতাল, কিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার রয়েছে। তার মধ্যে লাইসেন্স আছে ১৭টি। আবেদন করা আছে ৫টি। বাকী ৫টি হাসপাতালের লাইসেন্স নেই আবেদনও নেই। মা-মনি লাইফ কেয়ার হসপিটাল ঐ তালিকার অন্তর্ভূক্ত হয়নি। লাইসেন্সবিহীন মা-মনি লাইফ কেয়ার হসপিটালে সিজার বানিজ্য করে আসছে ডাঃ মোঃ আব্দুল আলী। গত ২৯ আগষ্ট উক্ত ডাক্তার ও হসপিটালের বিরুদ্ধে কুমিল্লার সিভিল সার্জনের নিকট লিখিত অভিযোগ দিয়েছে এক ভুক্তভোগী নারীর পিতা। এ ব্যাপারে প্রয়োজনীয় প্রদক্ষেপ নিচ্ছে কুমিল্লার সিভিল সার্জন কার্যালয়।
এ ব্যাপারে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ মোবারক হোসাইন বলেন, যে সব হাসপাতালের অনুমোদন নেই সেসব হাসপাতাল তদন্ত সাপেক্ষে সীলগালা করে দেওয়া হবে এবং লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে ব্যবস্থা গ্রহন করতে চিঠি দেওয়া হবে । এ ব্যাপারে লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলম বলেন যারা আবেদন করেনি বা লাইসেন্স নেই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সকল প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

আরো দেখুনঃ