শিক্ষিত জাতিই উন্নত – এড. আবুল হাসেম খান এমপি

ব্রাক্ষণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি ।।

শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষিত সমাজ দেশ ও জাতি উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে। সীমান্তবর্তী এলাকায় মাদক নির্মূলে সন্মানিত শিক্ষক মন্ডলীদের এগিয়ে আসতে হবে। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে।

শনিবার বিকালে উপজেলার উওর তেতাভুমি মোস্তফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা -৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. আবুল হাসেম খান এ কথাগুলো বলেন। উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কাজী কামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর খান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সুজন।

এ সময় ছিলেন শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাদেক মিয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ মজিবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোস্তবা আলী শাহীন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, যুবলীগের যুগ্ন আহ্বায়ক জহিরুল হক ঠিকাদার, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কাজী আবদুল হান্নান, সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, যুবলীগ নেতা আবু সাঈদ, সোহাগ, সবুজ, স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজল ও কবির আহাম্মদ সহ শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।

আরো দেখুনঃ