শেখ হাসিনা বাঙ্গালি জাতির সাহস শক্তি ও মর্যাদার প্রতীক……এমপি বাহার

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু তাঁর রাজনৈতিক জীবনের ১৪ বছর জেলে কাটিয়েছিলেন। একজন নেতা ত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। জাতিরপিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মর্যাদার জায়গায় অবস্থান করছে। শেখ হাসিনার মতো বিশ্বে আরেকজন রাষ্ট্রনেতা নেই যিনি ঘোষনা দিয়ে বলতে পারেন -এদেশের একটি মানুষও না খেয়ে থাকবে না, কেউ গৃহহীন থাকবে না। শেখ হাসিনা আমাদের জাতির সাহস শক্তি ও মর্যাদার প্রতীক। নিজের টাকায় পদ্মাসেতু যার উজ্জ¦ল দৃষ্টান্ত। শেখ হাসিনার হাতে বাংলাদেশ থাকলে ২০৩০ সালের আগেই বাংলাদেশ মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে। ২০৪১ সালে উন্নত দেশের কাতারে বাংলাদেশ নাম লিখাবে। প্রধানমন্ত্রীর এ ভিশন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ২০২৩ সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচন। নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশী ষড়যন্ত্র চলছে। নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। নতুন প্রজন্মের স্বপ্নে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শেখ হাসিনা কে আবারো ক্ষমতায় আনতে হবে।

কুমিল্লা প্রসঙ্গে এমপি বাহার বলেন,কুমিল্লা কে সন্ত্রাস,চাঁদাবাজ ও ইভটিজিং মুক্ত করেছি। মাদক কে এখনো বন্ধ করতে পারেনি। কুমিল্লাকে মাদকমুক্ত করতে আপনাদের সহযোগীতা চাই। আপনার সন্তানকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

গতকাল রবিবার (৩১ জুলাই) দিনব্যাপি কুমিল্লা আদর্শ সদর উপজেলার গুনান্দী ঈদগা মাঠে আয়োজিত ২ নং দূর্গাপুর উত্তর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সকল পেশার মানুষের সাথে মতবিনিময় করেন এমপি বাহার । এসময় উপজেলার বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তা সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার আগে এমপি বাহার আড়াই কোটি টাকা ব্যায়ে গুনানন্দী বিএ মুসলিম হাইস্কুলে ৪তলা একাডেমিক ভবনে উদ্বোধন করেন।

গতকাল রবিবার বেলা ১২ টায় কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো.আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন। এসময় উপস্থিত জনতা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। একজন অসহায় মহিলার জটিল রোগের চিকিৎসার ব্যবস্থা করা, গৃহহীন ব্যক্তিকে ঘর প্রদান সহ বেশ কিছু সমস্যার তাৎক্ষনিক সমাধান দেন এমপি বাহার। এছাড়া মানসম্মত শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন, মাদক, ইভটিজিং ও সন্ত্রাস-চাঁদাবাজীর বিরুদ্ধে কঠোর হুশিয়ারী ব্যক্ত করেন।

এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এড. হোসনেয়ারা বেগম,দূর্গাপুর উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাঁচথুবী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাবেল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. কামাল হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, দূর্গাপুর উত্তর আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক ভূইয়া,সাধারন সম্পাদক হুমায়ুন কবীর সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সাধারন জনগনের সাথে মত বিনিময় সভা শেষে এমপি বাহার মধ্যাহ্নের বিরতির পর নেতা-কর্মীদের নিয়ে সাংগঠনিক বিষয়, সমসাময়িক ঘটনা ও আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে পৃথক বৈঠক করেন। এ সময় তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

আরো দেখুনঃ