‘সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার সুযোগ নেই’

অনলাইন ডেস্ক।।

সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম। শনিবার (১১ মার্চ) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, কোনো অবস্থাতেই দেশে তত্ত্বাবধায়ক সরকার আসার প্রশ্নই ওঠে না। সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার কোনো সুযোগ নেই।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, আগুন সন্ত্রাসের পথে না হেঁটে নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। নির্বাচন বানচালের চেষ্টা করলে পালাবার পথ পাবেন না। আমরা চাই আপনার নির্বাচনে আসুন। আপনারা সবাই নির্বাচনে অংশগ্রহণ করুন।

কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করে তারেক রহমানের নেতৃত্বে দল গঠন করতে চাচ্ছে বিএনপির নেতারা।

তিনি বলেন, বিএনপি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। আওয়ামী লীগ নেতাকর্মীদের এ বিষয়ে সজাগ থাকতে হবে। আসুন আমরা সবাই এই অপশক্তি বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বের অবস্থা খারাপ। এই কঠিন অবস্থা থেকে উত্তরণ একমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব। প্রধানমন্ত্রী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্ববাসী এখন বাংলাদেশকে সম্মানের চোখে দেখে।

আরো দেখুনঃ