সাফে বাংলাদেশ-ভারত দ্বৈরথ আজ

অনলাইন ডেস্ক।।

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ নিজেদের তৃতীয় ম্যাচ ভারতের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যা সোয়া সাতটায় রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শক্তিশালি ভারতের মোকাবিলা করবে লাল সবুজের প্রতিনিধিরা।

পাঁচ দলের সাফ টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভুটানকে ৮-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ইউরোপের দেশ রাশিয়ার কাছে ৩-০ গোলে হেরে গেছে বাংলার মেয়েরা। তাই ভারতের বিপক্ষে হারলে আসরে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আর থাকবে না বাংলাদেশের।

এদিকে ভারতের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেন, ‘রাশিয়ার বিপক্ষে আমাদের মেয়েরা প্রতিদ্বন্দ্বিতা করলেও ফলাফল আশাব্যাঞ্জক হয়নি। ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে চাই। আশা করি জয়ের ধারায় ফিরতে পারব।’

অন্যদিকে আজ বিকেলে ভুটান ও রাশিয়া মুখোমুখি হবে। ভুটান তাদের প্রথম দুই ম্যাচেই হেরে যাওয়ায় আগেই ছিটকে গেছে। তাই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে হারানো ভারত যদি আজকের ম্যাচে হারে তাহলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে।

তখন বাংলার মেয়েরা নেপালকে হারালে শিরোপার পথে টিকে থাকবে। আর ভারত যদি বাংলাদেশকে হারিয়ে দেয়, তাহলে রাশিয়া-ভারত ম্যাচটি শিরোপা নির্ধারণে রূপ নেবে।

ফরহাদ/অননিউজ

আরো দেখুনঃ