‘সামাজিক উন্নয়নই আমাদের লক্ষ্য’

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার দেবীদ্বারে ‘সামাজিক উন্নয়নই আমাদের লক্ষ্য’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। গত দুই দিন পৌর এলাকায় বৃক্ষ রোপন ও ভাঙ্গা রাস্তা সংস্কারসহ নানান সামাজিক উন্নয়নমূলক কাজ করে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রমের সূচনা হয়।

দেখা গেছে, এই সংগঠনে ৩০ জন সদস্য আছে। তারা শুক্রবার-শনিবার বিকেলে পৌর এলাকার পান্নারপুল ও বাখরাবাদ সড়ক ঘেঁষে ৩০টি আমগাছ, ৪০টি কাঁঠালগাছ, ৪০টি জলপাইগাছ, ১০টি একাশিগাছসহ বিভিন্ন ঔষধি গাছের চারা রোপণ করেছে। এছারও ওই এলাকায় কয়েকটি ভাঙ্গা রাস্তা সংস্কার করেছে তারা।

ওই সময় উপস্থিত ছিলেন- সংগঠনের প্রতিষ্ঠিত মো. জুয়েল সরকার, এশিয়ান টিভির দেবীদ্বার প্রতিনিধি নেছার উদ্দীন, জামির হোসেন ও জহির প্রমুখ।

সংগঠনের প্রতিষ্ঠিত মো. জুয়েল সরকার জানায়, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে সংগঠনের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত অসহায় ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ানো। মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে, অশিক্ষার ব্যপারে মানু্ষকে সচেতন করা। এবং অসহায় ও দরিদ্রতার কারেনে ঝড়েপরা শিক্ষার্থীদের সহায়তা প্রদান করা। আমরা মূলত সামাজিক উন্নয়ন এবং মানবকল্যানে লক্ষ্যে সংগঠনটি প্রতিষ্ঠা করেছি।

আরো দেখুনঃ