সোনাগাজীতে চাঁদা না পেয়ে বিধবার বসত ঘর নির্মাণে বাধা, হয়রানির অভিযোগ

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।।

ফেনীর সোনাগাজীতে দাবিকৃত ৫০হাজার টাকা না পেয়ে রূপধন নামে এক বিধবার বসত ঘর নির্মাণে বাধা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার বিকালে বসত ভিটিতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বিধবা রূপধন ও তার পুত্রবধূ সালেহা আক্তার পপি। বিধবা রূপধন সোনাগাজী সদর ইউনিয়নের পশ্চিম সুজাপুর গ্রামের বেচু পাটোয়ারী বাড়ির মৃত মোকসুদুর রহমানের স্ত্রী। ১৯৯২ সালে তার স্বামী মৃত্যবরণ করেন। তার দাদা শ্বশুরের রেখে যাওয়া কালান্তরে

স্বামীর মালিকীয় ভিটিতে একমাত্র পুত্রবধূকে নিয়ে বসবাস করছেন রূপধন। তার একমাত্র ছেলে নূরুল আবছার মাসুদ বর্তমানে জীবীকার তাগিদে ওমানে রয়েছেন। তারা অভিযোগ করেন, পুরাতন ঘর ভেঙে সংস্কার করতে গেলে ভিটিতে জমির মালিকানা দাবি করে একই বাড়ির জয়নাল আবেদীনের ছেলে মো. সেলিম, মৃত শফি উল্যাহর ছেলে জিয়া উদ্দিন জিহান ও মৃত রাজ্জাকুল হায়দারের ছেলে দাউদুল ইসলাম সাহেদ সহ কয়েকজন রূপধনের কাছে ৫০হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা না পেয়ে ২৬ সেপ্টেম্বর বিধবার পুত্রবধূর উপর হামলা করে শ্লীলতাহানির চেষ্টা করেন এবং ঘর সংস্কার কাজে বাধা প্রদান করেন। এ ঘটনায় সালেহা বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েজনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ করেন। প্রতিপক্ষের বাধা ও হুমকিতে বিধবা রূপধন এবং তার পুত্রবধূ সালেহা চরম মানবেতর জীবন যাপন করছেন বলে দাবি করেন।

আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।

আরো দেখুনঃ