সোনাগাজীতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় কমিটি বিলুপ্ত ঘোষণা

সোনাগাজী(ফেনী) প্রতিনিধি।।

ফেনীর সোনাগাজীতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে বুধবার রাতে এ কমিটি বিলুপ্ত করা হয়।

সোনাগাজী কলেজ ছাত্রদলের দু’নেতার ওপর হামলার ঘটনার জেরে পাল্টাপাল্টি কর্মসূচী ঘিরে বুধবার সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর আলম সোহাগ ও সিনির যুগ্মআহবায়ক রফিকুল ইমলাম গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৪০জন নেতাকর্মী আহত হন।

পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করেন। পাল্টা-পাল্টি অভিযোগ তুলে দু’পক্ষ পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলনও করেন। উল্লেখ্য; গত ২৮ অক্টোবর কলেজ ছাত্রদল নেতা মেহেদি হাসান মিরাজ ও রায়হানের ওপর ছাত্রলীগ কর্মীরা হামলা করে। এ ঘটনায় সিনিয়র যুগ্মআহবায়ক রফিকুল ইমলাম গ্রুপ অপর সিনিয়র যুগ্মআহবায়ক মেজবাহ উদ্দিন পিয়াসকে দায়ী করেন। মঙ্গলবার বিএনপি, ছাত্রদল ও যুবদলের একাংশের নেতারা প্রতিবাদ সমাবেশ করেন।

রাতে আহত মিরাজের মা খাদিজা বেগম বাদী হয়ে সিনিয়র যুগ্মআহবায়ক মেজবাহ উদ্দিন পিয়াস সহ সাত জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১৫জনকে আসামি করে মামলা করেন। এ মামলার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর আলম সোহাগের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করলে পৌরশহরের কাস্মির বাজার সড়কের মাখায় দু’পক্ষের সংঘর্ষ বেঁধে যায়। ঘন্টাব্যপী সংঘর্ষের পর পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি শাস্ত করে।

আই/অননিউজ২৪।।

আরো দেখুনঃ