সোনাগাজীতে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।
শিক্ষার গুণগত মান উন্নয়নে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ফেনীর সোনাগাজী উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, খাতা ও টিফিন বক্স) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দ্বিতীয় ধাপে চরচান্দিয়া ইউনিয়নের ওলামা বাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শেখ আবদুল হান্নানের সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি হাজী আবু সুফিয়ান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওলামা বাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক, সহ- প্রধান শিক্ষক আবদুর রহমান মামুন, সাংবাদিক জাবেদ হোসাইন মামুন। সকালে সোনাগাজী সদর ইউনিয়নের মুন্সী খুরশিদ আলম বালিকা বিদ্যালয় মিলনায়তনে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ বিতরণ করেন সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উম্মে রুমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রফিক, সোনাগাজী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাস্টার বিল্লাল হোসেন, প্যানেল চেয়ারম্যান শেখ ফরিদ।