সোনাগাজীতে বাকপ্রতিবন্ধী বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।।

ফেনীর সোনাগাজীতে ফিরোজা বেগম (৬৭) নামে বাকপ্রতিবন্ধী বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার ছোট ফেনী নদীর চরমজলিশপুর ইউনিয়নের চরলক্ষ্মীগঞ্জ গ্রামের মহরম আলীর ঘাট থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। বৃদ্ধা ফিরোজা বেগম বগাদানা ইউনিয়নের পাইক পাড়া গ্রামের সওদাগর বাড়ির মৃত আবদুল মালেকের স্ত্রী।

তিনি দুই কন্যা ও দুই পুত্র সন্তানের জননী। পুলিশ ও বৃদ্ধার পরিবার জানায়, ফিরোজা বেগম বাকপ্রতিবন্ধী এবং গত কয়েক বছর যাবৎ মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ২৪ জানুয়ারি তিনি বাড়ি থেকে নিঁখোজ হন। পরিবারের সদস্যরা অনেক খুঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। রোববার সকালে স্থানীয়রা নদীতে অর্ধগলিত ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বৃদ্ধার লাশ সনাক্ত করেন তার পরিবারের সদস্যরা।

এ ব্যপারে বৃদ্ধার ছেলে খুরশিদ আলম বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা সোনাগাজী মডেল থানার এসআই নেয়াজ মোহাম্মদ খান বৃদ্ধার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, বৃদ্ধার মরদেহ ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরো দেখুনঃ