সোনাগাজীতে যানজট নিরসন ও অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের মত বিনিময়

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।।

সোনাগাজীতে যানজট নিরসন, অবৈধ গাড়ি চলাচল নিষিদ্ধকরণ, ফুটপাত দখলমুক্ত ও অবৈধস্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে মত বিনিময় সভা করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সুধী সমাজের সাথে এমতবিনিময় সভা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াতের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর জামাল উদ্দিন নয়নের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, সহকারি কমিশনার (ভূমি) লিখন বনিক, সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ নাছির উদ্দিন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল, সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি নূরনবী বিএসসি, যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রানা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক জাবেদ হোসাইন মামুন, শেখ আবদুল হান্নান, আমজাদ হোসেন, ব্যবসায়ী সাইফুল ইসলাম বিপ্লব, বেলায়েত হোসেন, আবদুল আজিজ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দাস ও মো. আজাদ প্রমুখ।

আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।

আরো দেখুনঃ