সোনাগাজী পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

আগামী ২০ সেপ্টেম্বর ইভিএম পদ্ধতিতে ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এএম জহিরুল হায়াতের সভাপতি ও স্কাউট লিডার বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভাপতি প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। বিশেষ অতিথি ছিলেন ফেনী পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, বিজিবি’র ১৯ ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার আবদুর রহিম ও জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারী। আরো বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, জোবেদা নাহার মিলি, সহকারি কমিশনার (ভূমি) লিখন বনিক, উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক মফিজুল হক, সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাইনুল হক, মেয়র প্রার্থী অ্যাডভেকেট রফিকুল ইমলাম খোকন, আবু নাছের, মাও. হাফেজ হিজবুল্লাহ, কাউন্সিলর প্রার্থী ইমাম উদ্দিন ভূঞা, বেলাল হোসেন, শেখ কলিম উল্যাহ রয়েল, জাবের হোসেন, সাংবাদিক আমজাদ হোসাইন ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী আবু সুফিয়ান প্রমুখ।

সোনাগাজী পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৯৮৫জন। এর মধ্যে নারী ভোটার ৭হাজার ৮৫৮ এবং পুরুষ ভোটার ৮ হাজার ১২৭ জন। উক্ত নির্বাচনে আ.লীগের একক প্রার্থী অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ছাড়াও আরো তিন জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতিকের হাফেজ হিজবুল্লাহ, স্বতন্ত্র মোবাইল প্রতিকে আবু নাছের এবং জগ প্রতিকে শেখ সেলিম।
জাবেদ হোসাইন মামুন

আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।

আরো দেখুনঃ