সোনারগাঁয়ে লাশ উদ্ধার, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মতবিনিময় সভা

নজরুল ইসলাম শুভ ।।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাম্প্রতিকালে কাঁচপুরে দুই ভাই হত্যা, সাদিপুরে র‌্যাবের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুলিবৃন্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু, বিভিন্ন স্থানে কয়েকটি লাশ উদ্ধার, ছিনতাই ও মাদকের প্রবাহ বেড়ে যাওয়াসহ আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় মাদক বিরোধী সমাবেশ ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছেন জেলা পুলিশ প্রশাসন। বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমানের উদ্যোগে আয়োজিত গোয়ালপাড়া হাই স্কুলে মাদক বিরোধী সমাবেশ ও আইন শৃঙ্খলা বিষয়ক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম।

বিশেষ অতিথি ছিলেন, র‌্যাব-১১ মেজর সানরিয়া চৌধুরী, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. রেজওয়ান উল ইসলাম, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম। মাদক বিরোধী সমাবেশ ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও লেন্স প্রতিস্থাপন ক্যাম্প উদ্বোধন করা হয়। ক্যাম্পে চিকিৎসকরা সহস্রাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে ঔষধ, চশমা বিতরণ করেন।

শান্ত/অননিউজ

আরো দেখুনঃ