সোনারগাঁয়ে মাংস ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ব্যবসায়ী আইসিইউতে ভর্তি

নজরুল ইসলাম শুভ, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)।।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যবসায়িক দ্বন্দে আমির হোসেন নামের এক মাংস ব্যবসায়ীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার ( ৩১ মার্চ) সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ফুটওভার ব্রীজের উপরে পিটিয়ে তাকে জখম করে। আহত আমির হোসেনকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের আইসিইউতি হস্তান্তর করে।

এ ঘটনায় আহত ব্যবসায়ীর বড় ভাই আব্দুল বাতেন বাদি হয়ে বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁ থানার দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের দামোদরদী গ্রামের আব্দুল মতিন ও বারদী ইউনিয়নের পুরান নগর গ্রামের আব্দুল বাতেনের মোগড়াপাড়া চৌরাস্তার হাজী শাহাবুদ্দিন মার্কেটে পাশাপাশি মাংসের দোকান রয়েছে। বিভিন্ন রেষ্টুরেন্টে মাংসের অর্ডার নেওয়া নিয়ে দ্বন্ধ তৈরি হয় তাদের মধ্যে । বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে পাশ্ববর্তী কলাপাতা রেষ্টুরেন্ট থেকে পাওনা টাকা নিয়ে ফেরত আসার সময় ফুটওভার ব্রীজের উপরে আব্দুল বাতেনের নেতৃত্বে শাওন ও মাসুম দেশীয় অস্ত্র, লাঠিসোঠায় সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এসময় ব্যবসায়ী আমির হোসেনের কাছ থেকে নগদ তিন লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠে। হামলার পর আহত ব্যবসায়ীকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের আইসিইউতি রেফার্ড করে। বর্তমানে আহত ব্যবসায়ী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

আহত ব্যবসায়ীর ভাই আব্দুল মতিন জানান, দীর্ঘ ২০ বছর ধরে এখানে আমরা সুনামের সাথে মাংসের ব্যবসা করে আসছি। আমাদের কাছে বিভিন্ন রেষ্টুরেন্টের মালিকরা মাংসের অর্ডার বেশি দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আমার ভাইকে পিটিয়ে আহত করে। বর্তমানে আমার ভাই আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

অভিযুক্ত মতিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের কাষ্টমারদের তারা ভুল বুঝিয়ে তাদের কাছে মাংস বিক্রি করে থাকে। তাই আমিরকে কয়েকটি চর থাপ্পর মারা হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুনঃ