সোনারগাঁয়ে শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

নজরুল ইসলাম শুভ, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)।।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়োর সনমান্দি ইউনিয়নের ৪৫ নং ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ মে ) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ নিজস্ব অর্থায়নে ১৬২জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা আক্তার।

জিন্নাহ তার বক্তব্যে বলেন, আমার নিজস্ব অর্থায়নে সনমান্দি ইউনিয়নের প্রত্যেকটি বিদ্যালয়ে ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ দিয়ে যাচ্ছি এবং প্রতিবছর এর ধারাবাহিকতা অব্যাহত রাখব। আমাদের এলাকার শিক্ষার্থীরা যাতে ভালো পড়ালেখা করতে পারে এবং তাদের সব ধরনের সমস্যা সমাধানে আমি নিয়োজিত থাকব। কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারাই একদিন ডাক্তার, শিক্ষক, উকিল হয়ে আমাদের সনমান্দি ইউনিয়নের নাম উজ্জ্বল করবে।

এ সময় উপস্থিত ছিলেন, সনমান্দি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মিজানুর রহমান, নবগঠিত পরিচালনা কমিটির সহ-সভাপতি গাজী আশরাফ দুলাল, দাতা সদস্য আলী আকবর ভূঁইয়া, সনমান্দী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, মেম্বার শহীদ বাদশা ভূঁইয়া, মো. দেলোয়ার হোসেন, আলমগীর হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য মোসাম্মৎ মিনারা বেগম। হাজী জিন্নাত আলী প্রধান, হাজী আব্দুল গাফফার,আবুল কাশেম, সোনিয়া আক্তার, ইসরাত জাহান লিমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত।

আরো দেখুনঃ