হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে জার্মানি-ব্রাজিল

অনলাইন ডেস্ক।।

কাতারে ফুটবল বিশ্বকাপে ব্যর্থতার মিশন শেষে যেন দুঃস্বপ্নের মতোই কাটছে ব্রাজিলের। হারের বৃত্তে এখনও ঘুরপাক খাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বমঞ্চের বিরতি শেষে প্রীতি ম্যাচেও হারের স্বাদ পেয়েছে সেলেসাওরা। অন্যদিকে সিনিয়রদের তুলনায় বেশ ভালো করছেন সেলেসাওদের যুবারা। অনূর্ধ্ব-২০ পর্যায়ে কোপা আমেরিকা জয়ের পর অনূর্ধ্ব-১৭ পর্যায়েও টানা তিন ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে নেইমারের উত্তরসূরিরা। যুবাদের পাশাপাশি মাঠে ব্যস্ত সময় পাড় করছেন সেলেসাওদের মেয়েরাও। শক্তিশালী জার্মানির বিপক্ষে জয়ের লক্ষ্যে কঠোর অনুশীলন করেছে তারাও।

মঙ্গলবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১০টায় জার্মানদের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে সফরকারীরা।

এদিকে জার্মানিকে হারানোর লক্ষ্যে দুই ধাপে অনুশীলন করেছে ব্রাজিলের নারী দল। প্রথম ধাপে মধ্যভাগ এবং দ্বিতীয় ও শেষ ধাপে আক্রমণভাগের ফুটবলারদের নিয়ে অনুশীলন সেরেছেন ব্রাজিল নারী দলের কোচ পিয়া। অন্যদিকে জার্মানদের বিপক্ষে নামার আগে সবশেষ ম্যাচে হারে তিক্ত স্বাদ নিয়েছিলো সেলেসাওদের মেয়েরা। প্রথমবারের মতো অনুষ্ঠিত নারী ‘ফিনালিসিমায়’ওয়েম্বলিতে টাইব্রেকারে ইংল্যান্ডের কাছে ৪-২ ব্যবধানে হেরে যায় ব্রাজিলের মেয়েরা।

ফরহাদ/অননিউজ

আরো দেখুনঃ