হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ২২শ কৃষক কৃষানীদের মাঝে বিনামুল্যে সরিষার বীজ ও সার বিতরন

হিলি প্রতিনিধি

ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে ও চাহিদা মোতাবেক সরিষার তেল উৎপাদনে স্বয়ংসম্পুর্নতা অর্জনে সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সরিষা চাষে উদ্ভুদ্ধ করতে দিনাজপুরের হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ২২শ কৃষক কৃষানীদের মাঝে সম্পুর্ন বিনামুল্যে সরিষার বীজ ও সার বিতরন করা হয়েছে । হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার
সকাল সাড়ে ১১টায় কৃষিঅফিস প্রাঙ্গনে উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা ও উপজেলা সহকারী কমিশনার মোকলেদা খাতুন তাদের মাঝে এসব বীজ ও সার বিতরন করেন। এসময় প্রত্যেক কৃষককে এক কেজি করে সরিষার বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়। পরে সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের মাধ্যমে উন্নয়ন সহায়তা আওতায় ৫০ভাগ ভর্তুকি মুল্যে উপজেলার আলিহাট ইউনিয়নের কৃষক আব্দুর রাজ্জাককে একটি কম্বাইন্ড হারভেষ্টার মেশিন বিতরন করা হয়। ৩০লাখ টাকা মুল্যের কম্বাইন্ড হারভেষ্টার মেশিনটি ১৫লাখ টাকা সরকারি ভর্তুকিতে ১৫লাখ টাকায় ওই কৃষককে দেওয়া হয়। এসময় সেখানে হাকিমপুর উপজেলা কৃষি অফিসার মমতাজ সুলতানা, অতিরিক্ত কৃষি অফিসার আরজেনা বেগম, কৃষি সম্প্রসারন অফিসার মেজবাহুর রহমান,উম্মে ছালমাসহ অনেকেই
উপস্থিত ছিলেন।

আরো দেখুনঃ