হিলিতে নানা কর্মসুচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে

হিলি প্রতিনিধি

দুর্যোগে আগাম সতর্কবার্তা সবার জন্য কার্যব্যবস্থা এমন প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে আলোচনাসভা, ভুমিকম্প ও অগ্নিনির্বাপক মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জালালপুর দ্বিমুখি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। পরে ভুমিকম্প ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি দল ভুমিকম্প ও অগ্নিকান্ডের মতো ঘটনা ঘটলে তা থেকে পরিত্রানের উপায় সম্পর্কে শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষন দেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, হিলি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজানুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলামসহ অনেকে।

আরো দেখুনঃ