হিলিতে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাম্পিয়ন হয়েছে ৪নং ওয়ার্ড ফুটবল দল

হিলি প্রতিনিধি

মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে দুরে রাখতে মাদক ছেড়ে খেলতে চল ক্রিড়াই শক্তি ক্রিড়াই বল এমন স্লোগানে দিনাজপুরের হিলিতে শুরু হওয়া মেয়রকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে পৌরসভার ৮নং ওয়ার্ড ফুটবল দলকে হারিয়ে ৪নং ওয়ার্ড ফুটবল দল বিজয়ী হয়েছে।

হাকিমপুর (হিলি) পৌরসভার আয়োজনে সোমবার বিকেল সাড়ে ৩টায় হাকিমপুর সরকারি ডিগ্রী কলেজ মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। ফাইনাল খেলায় পৌরসভার ৮নং ওয়ার্ড ফুটবল দল ও ৪নং ওয়ার্ড ফুটবল দল অংশগ্রহন করে। খেলায় নির্ধারীত সময়ের মধ্যে ৩-১ গোলে পৌরসভার ৮নং ওয়ার্ড ফুটবল দলকে হারিয়ে ৪নং ওয়ার্ড ফুটবল দল বিজয়ী হয়েছে। বিপুল সংখ্যক নারী ও পুরুষ দর্শক খেলাটি উপভোগ করেন।খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। গত ২৩ শে নভেম্বর মেয়রকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছিল। পৌরসভার ৮টি ওয়ার্ডের মোট ৮টি দল খেলায় অংশগ্রহন করে।

হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেনের সভাপতিত্বে এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাসিম আহমেদ, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক কাহের উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শ্যামল কুমার দাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলামসহ অনেকে।

আরো দেখুনঃ