হিলিতে র্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালন

হিলি প্রতিনিধি।।

মুজিব বর্ষের অঙ্গিকার রক্ষা করব ভোটাধিকার এমন প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে র্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাচন অফিস চত্বর হতে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি হিলি স্থলবন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারো একইস্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা জাতীয় ভোটার দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। পরে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে নতুন ভোটার অন্তভুক্ত করন, ভোটারদের মাঝে স্মাটকার্ড বিতরন ও ভোটার আইডি কার্ডের সংশোধনী কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, উপজেলা নিবর্হা কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা, উপজেলা নির্বাচন অফিসার শফিকুর রহমান, উপজেলা একাডেমিক কর্মকর্তা শাখাওয়াত হোসেনসহ অনেকে।

আরো দেখুনঃ