হিলির বাজারে উঠতে শুরু করেছে মৌসুমি নতুন ফল জাম ১শ ২০টাকা প্রতি কেজি

হিলি প্রতিনিধি

দিনাজপুরের হিলিতে বাজারে ফলের দোকানগুলোতে উঠতে শুরু করেছে মৌসুমের নতুন ফল জাম। নতুন ফলের স্বাদ নিতে কেউ কেউ কিনলেও বাড়তি দামের কারনে অনেকে না নিয়েই বাড়ি ফিরে যাচ্ছেন। এদিকে মৌসুমের প্রথম হওয়ার কারনে দাম বাড়তি ধীরে ধীরে দাম কমে আসবে দাবী বিক্রেতাদের।

হিলি বাজারে জাম কিনতে আসা মিনহাজুল ইসলাম বলেন, বাসায় মেয়ে জাম খেতে চেয়েছে যার কারনে বাজারে এসে জাম খুজছিলাম। খোজার এক পর্যায়ে এক দোকানে জাম পেলাম তবে দামটা একটু বেশী তাই মেয়েকে মৌসুমি ফলের স্বাদ গ্রহনের জন্য আড়াইশো গ্রাম কিনলাম। বাড়তি দামের কারনে অনেকেই কিনতে পারছেনা তাই দামটা কমলে সকলেই কিনতে পারতো।

অপর ক্রেতা মেহেদুল ইসলাম বলেন, গতমৌসুমে ৬০/৭০টাকা কেজি হিসেবে জাম বিক্রি হয়েছিল কিন্তু এবারে জামের কেজি ১শ ২০টাকা। তাই এতটাকা দিয়ে জাম খাওয়া আমাদের দ্বারা সম্ভব নয়। তাই জাম না কিনেই ফিরে যাচ্ছি জামের দাম যখন কমবে তখন কিনে খাবো বা ছেলে মেয়েদের খাওয়াবো।

হিলি বাজারে জাম বিক্রি করতে আসা ইলিয়াস হোসেন বলেন, আমাদের এই অঞ্চলে জাম এখনো কাচা রয়েছে বাজারে আসতে আরো কয়েকদিন সময় লাগবে। তবে ইতোমধ্যেই নাটোর অঞ্চলে জাম পেকে যাওয়ায় বাজারে উঠতে শুরু করেছে। তাই এলাকার চাহীধা মেটাতে আমরা সেখান থেকে ১শ টাকা কেজি ক্রয় করে নিয়ে এসে ১শ ২০টাকা কেজি হিসেবে বিক্রি করছি। তবে নতুন ফলের স্বাদ নিতে অল্প পরিমানে কেউ কেউ কিনলেও অনেকে বাড়তি দামের কারনে শুধু দাম শুনেই জাম নিয়েই ফিরে যাচ্ছেন। তবে মৌসুমের প্রথম হিসেবে দাম কিছুটা বাড়তি তবে ধীরে ধীরে এই অঞ্চলের জাম বাজারে আসতে শুরু করলে বাজারে জামের সরবরাহ যেমন বাড়বে তেমনি দাম কমে আসবে বলেও জানান তিনি।

আরো দেখুনঃ