কুমিল্লায় জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের অভিযান

নিজস্ব প্রতিনিধি।।

আজ জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কুমিল্লার কা‌ন্দি‌রপাড়, নিউমা‌র্কেট ও রাজগঞ্জ মোগলটু‌লি এলাকার ই‌লেক‌ট্রিক ও তে‌লের বাজা‌রে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

এ সময় আ‌গের মূ‌ল্যের স্টিকা‌রের ওপর নতুন ব‌র্ধিত মূ‌ল্যের স্টিকার লাগা‌নোয় সুপার স্টার কোম্পা‌নির ১৯টি বাল্প জব্দ করা হয় এবং অ‌ভিযা‌নের সময় উক্ত কোম্পা‌নির বিক্রয় প্রতি‌নি‌ধি এটা কোম্পা‌নি ক‌রে‌ছে ব‌লে তথ‌্য দেওয়ায় আগামীকাল বিকা‌লে উক্ত কোম্পা‌নি‌কে অ‌ফি‌সে শুনা‌নি‌তে ডাকা হ‌বে এবং পর্যা‌লোচনা ক‌রে আইনানুগ ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

এছাড়াও ক্রয়কৃত প‌ণ্যের দাম একই থাক‌লেও কা‌রসা‌জি ক‌রে একই প‌ণ্যের (‌টিউবলাইট ডাবল) দাম গত মাস থে‌কে চল‌তি মা‌সে বা‌ড়ি‌য়ে বিক্রি করায় মেসার্স সুপার ই‌লেক‌ট্রিক‌কে সতর্ক ক‌রে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

অন‌্যদি‌কে অব‌হেলা দ্বারা সেবা গ্রহীতার স্বাস্থ‌্যহানীর প্রচেষ্টার অ‌ভি‌যো‌গে নগর বাংলা রে‌স্তোরা‌কে ৩ হাজার টাকা জ‌রিমানা করা হয়। আজ এলাকারগু‌লোর মুদি, তেল ব‌্যবসায়ী ও ই‌লেক‌ট্রিক প‌ণ্যের অন্তত ২৫টি প্রতিষ্ঠান তদার‌কি করা হয় এবং ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইনের বিধান সম্প‌র্কে অব‌হিত করা হয়।

বেলা ১১টা থে‌কে ২টা পর্যন্ত সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলামের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে নিরাপদ খাদ‌্য প‌রিদর্শক এ‌কে আজাদ ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

আরো দেখুনঃ