আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে ময়মনসিংহে র্যালী ও আলোচনা
ময়মনসিংহ প্রতিনিধি।।
আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস-২০২২ উপলক্ষে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (২৯ মে) সকালে রেঞ্জ অফিসের সামনে আনুষ্ঠানিকভাবে র্যালী উদ্বোধন করেন ডিআইজি (ভারপ্রাপ্ত) মোঃ শাহ আবিদ হোসেন।
এ সময় ৭৭ পদাতিক ব্রিগেড ময়মনসিংহ সেনানিবাসের কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুর রহমান, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, রেঞ্জ অফিসের পুলিশ সুপার হারুন অর রশিদ, নেত্রকোণার পুলিশ সুপার আকবর আলী মুন্সি, জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দীন, শেরপুরের পুলিশ সুপার নাহিদ হাসানসহ অন্যান্যারা সাথে ছিলেন। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে টাউন হলে প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শান্তিরক্ষী মিশনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।