নীলফামারীর ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের আনন্দ র্যালি ও সংবর্ধনা অনুষ্ঠান
নীলফামারী প্রতিনিধি।।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় নীলফামারীর ঐতিহ্যবাহী ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় প্রতিষ্ঠানটির আয়োজনে শনিবার সকাল সাড়ে ১১টায় আনন্দ র্যালি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য আনন্দ র্যালিটি কলেজ চত্তর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিষ্ঠানটিতে এসে শেষ হয়। পরে ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে খেলোয়ার, কোচ ও কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম।
নীলফামারী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি দেবী রায় প্রসাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নীলফামারী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ওবায়দুল আনোয়ার, নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মানিক ভূষণ চক্রবর্তী, ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ সাবেক সিনিয়র শিক্ষক বাবু বঙ্কু বিহারী রায়, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ গভর্নিং বডি সদস্য আমজাদ হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের শরীর চর্চা শিক্ষক ও টিম লিডার ভূবন তরফদার, কোচ আব্দুল ওহাব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষিকা সীমা পারভীন।
উল্লেখ্য ৬ জুলাই অনুষ্ঠিত পল্টন ময়দানে জাতীয় ফুটবল(বাফুফে) এর ফাইনাল খেলায় যশোরের বেনাপোল সেকেন্ডারি স্কুলকে ১-০ গোলে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনে নীলফামারীর ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ।