২১ আগস্টের ভয়াবহ চিত্র তুলে ধরে দেবিদ্বারে লাইভ ডিসপ্লে

দেবীদ্বার, কুমিল্লা প্রতিনিধি।।
২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকীতে গ্রেনেড হামলার ভয়াবহ চিত্র তুলে ধরে লাইভ ডিসপ্লে করেছে শেখ রাসেল ফাউন্ডেশন। সোমবার সকাল ১০ টায় দেবীদ্বার রহমানীয়া সুপার মার্কেটের সামনে স্থানীয় শিক্ষার্থীদের অংশ গ্রহনে ওই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীতে শিক্ষার্থীরা গ্রেনেড হামলায় আহত-নিহতদের রক্তাক্ত দেহ, আর্ত চিৎকার, অবিস্ফোরিত গ্রেনেড, ছড়িয়ে থাকা নারী-পুরুষের জুতা, ছোপ ছোপ তাজা রক্তের মাধ্যমে ভয়াবহ ২১ আগস্টের বিভৎষতাকে ফুটিয়ে তোলার চেস্টা করেছে।

এ সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ ইন্ক এর দেবীদ্বার উপজেলা চ্যাপ্টারের আহবায়ক রাশেদা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, মহিলা শ্রমিক লীগের উপজেলা সভাপতি শাহিনুর লিপি, সদস্য সচিব আব্দুর রহমান ভ‚ইয়া, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সাইফুল আলম, শামিমা আক্তার রিমা প্রমূখ।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ