তিতাসে ১৮ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন সেলিমা আহমাদ মেরী
তিতাস প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে ২৬ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে ৮টি প্রকল্প ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাকি ১৮টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন কুমিল্লা-২ আসনের এমপি সেলিমা আহমাদ মেরী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের প্রোগ্রাম তিতাস উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ আসনের এমপি সেলিমা আহমাদ মেরী।
এসময় আরও উপস্থিত ছিলেন তিতাস উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কান্তি দাশ, প্রকৌশলী শাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পরে সেলিমা আহমাদ মেরী এমপি তিতাসের বিভিন্ন ইউনিয়নে উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আ’লীগের সহ সভাপতি মুন্সি মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ নাছির উদ্দীন, শেখ ফরিদ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু, বিশিষ্ট ব্যবসায়ী মুরাদ হোসেন রিপন সিকদার, কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল আলম মুরাদ, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকার, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল হক সরকার, ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল আহমেদ, তিতাস উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন সিকদার, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক খাইরুল খন্দকার রুবেল, বঙ্গবন্ধু পরিষদ তিতাস উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম আল আমিন ভূইয়া, তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কিরণ, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাহউদ্দিন আহমেদ, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, বলরামপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি সাদেক পাঠান, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, ভিটিকান্দি ইউনিয়ন আ’লীগের সভাপতি এইচএম এখলাস, বৃহত্তর দাউদকান্দি উপজেলা যুবলীগের সাবেক সদস্য মোঃ জামাল হোসেন ও তিতাস উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হাসিনা বেগম প্রমূখ।