সোনাগাজীতে আন্তর্জাতিক অহিংস দিবসে পিএফজি’র মানববন্ধন

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।।

“সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে আজ ২ অক্টোবর বুধবার সকালে পিএফজি ( পাবলিক ফ্যসিলেটেটর গ্রুপ’র ) আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় ফেনীর সোনাগাজীর জিরো পয়েন্টে (শূন্যরেখায়) মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

পিএফজি’র সোনাগাজী উপজেলা সমন্বয়ক শেখ আবদুল হান্নানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন পিএফজি’র সদস্য মো. মোস্তফা,ইকবাল হোসেন, সিরাজুল হক বিএ,মুজিবুল হক মানিক, সোনাগাজী প্রেসক্লাবের আহবায়ক মাহমুদুল হাসান, সদস্য সচিব জাবেদ হোসাইন মামুন যুগ্মআহবায়ক আমজাদ হোসাইন, সদস্য মোতাহের হোসেন ইমরান, হাবিবুল ইসলাম রিয়াদ, আলমগীর হোসেন রিপন, এস এন আবছার সোহাগ, সালাহ উদ্দিন, রহিম উল্যাহ চৌধুরী, শাহেদ ফরিদদ, মোহাম্মদ আলী ফরহাদ, মাওলানা এমদাদ উল্লাহ, হাফেজ মো.হিজবুল্লাহ, ওয়াসির রহমান খসরু ও কবি কাজী মফিজ উদ্দিন প্রমূখ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা শান্তি, সম্প্রতি বজায় রেখে অহিংস সমাজ গড়ার লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো দেখুনঃ