গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক।।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েল গাজায় ৬০ দিনের একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির শর্তে সম্মতি দিয়েছে। তিনি বলেন, এ যুদ্ধবিরতির লক্ষ্যে একটি “চূড়ান্ত প্রস্তাব” হামাসের কাছে পাঠানো হবে, যার মধ্যস্থতা করছে কাতার ও মিশর।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এই প্রস্তাব বাস্তবায়িত হলে গাজায় অব্যাহত রক্তপাত বন্ধ করে দীর্ঘমেয়াদে একটি রাজনৈতিক সমাধানের পথে অগ্রসর হওয়া সম্ভব হবে। “এই একটি সুযোগ, হামাসকে এখন সিদ্ধান্ত নিতে হবে। কারণ এর পরে পরিস্থিতি আরও খারাপ হবে,” বলেন ট্রাম্প।

তিনি আরও জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তাঁর টিমের আলোচনার ভিত্তিতে ইসরায়েল এই চূড়ান্ত প্রস্তাবে সম্মত হয়েছে। ট্রাম্পের পক্ষ থেকে আলোচনায় ছিলেন স্টিভ উইটকফ, মার্কো রুবিও এবং ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী জেডি ভ্যান্স।

এ যুদ্ধবিরতির আওতায় ৬০ দিনের জন্য সামরিক কার্যক্রম বন্ধ রাখা হবে এবং ওই সময়ের মধ্যে জিম্মি মুক্তি, মানবিক ত্রাণ কার্যক্রম ও ভবিষ্যৎ শান্তি আলোচনার ভিত্তিপ্রস্তর তৈরি হবে বলে জানা গেছে।

যদিও ইসরায়েলের সম্মতির বিষয়টি ট্রাম্প নিশ্চিত করেছেন, হামাসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কাতার ও মিশর চূড়ান্ত প্রস্তাবটি হামাসের কাছে পৌঁছে দিচ্ছে। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতির বাস্তবায়ন নির্ভর করবে হামাসের সিদ্ধান্ত ও অন্যান্য আন্তর্জাতিক পক্ষগুলোর ওপর।

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় চলমান ইসরায়েলি অভিযানে নতুন করে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। ধ্বংস হয়েছে বহু আবাসিক ভবন ও ত্রাণ বিতরণ কেন্দ্র।

ট্রাম্প জানিয়েছেন, শিগগিরই প্রধানমন্ত্রী নেতানিয়াহু ওয়াশিংটনে হোয়াইট হাউসে সফর করবেন। সেখানে যুদ্ধবিরতি বাস্তবায়ন ও ভবিষ্যৎ কূটনৈতিক উদ্যোগ নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা হবে।

সূত্র:বিডি২৪লাইভ
আ/অননিউজ২৪

আরো দেখুনঃ