বাগমারায় দুই দিনব্যাপী বিএনপির গণঅভ্যুত্থান দিবস পালিত
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিশেষ কর্মসূচীর মধ্যে দিয়ে দুই দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বাগমারা উপজেলা বিএনপির আহŸায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রধান শিক্ষক ডি.এম জিয়াউর রহমান জিয়ার সার্বিক সহযোগীতায় ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার ও বুধবার দুই দিনব্যাপী এই কর্মসূচী গ্রহণ করা হয়। এ উপলক্ষ্যে মাড়িয়া মহাবিদ্যালয় চত্বর থেকে হাটগাঙ্গোপাড়া-দামনাশ সড়কে র্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। র্যালি ও আনন্দ মিছিল শেষে বিকেলে মাড়িয়া-বাকশৈইল তিন রাস্তার মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শাহনাজ পারভিন আদুরী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু আহম্মেদ, ইউনিয়ন তাঁতী দলের সাধারণ সম্পাদক স্বপন মন্ডল,
সাংগঠনিক সম্পাদক দুলাল বিশ^াস, ৮নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ও স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মোহর আলী প্রমূখ।